বাংলার ভূমি হল পশ্চিমবং সরকারের একটি ওয়েবসাইট যেখানে আপনি জমি সংক্রান্ত যেকোনো বিষয়ের উপর সাহায্য পাবেন, আজ আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবো। আমরা জানবো কিভাবে আপনি আপনার কোনো জমির রেকর্ড বা আপনার জমির দাগের তথ্য, এবং মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা দেখবো?
তাহলে চলুন আমরা ধাপে ধাপে বাংলার ভূমি ওয়েবসাইট এর বিষয়ে জানি ★
কিভাবে আপনি বাংলার ভূমি দাগের তথ্য বের করবেন খুবই সহজে ?
আপনি কি জানেন কিভাবে আপনার জমির তথ্য বের করতে হয়, যদি না জেনে থাকেন তাহলে তা দেখার জন্য কি কি প্রয়োজন, আসুন তা আগে জেনে নি আমরা।
আগে আপনাকে কি কি জানতে হবে?
- আপনার জমি কোন জেলায়(district) রয়েছে?
- আপনার জমি কোন ব্লকে আছে?
- আপনার মৌজার না অথবা নাম্বার?
- জমির খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার
বাংলার ভূমি দাগের তথ্য খতিয়ান (2022) দেখুন কম্পিউটার বা মোবাইলে।
১। আপনি এ www.banglarbhumi.gov.in যান তারপর আপনি Know your property অপশন এ ক্লিক করবেন নীচে দেওয়া ছবির মত >>>
২। তারপর আপনার সামনে আর একটি পাতা খুলে যাবে যেখানে বাম দিকে আপনাকে আপনার জেলা, ব্লক, মৌজা, বাছতে হবে।
৩। ।আপনাকে ডান দিকে আপনার খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার দিতে হবে ( একই খতিয়ান নাম্বারে অনেক দাগ নাম্বার ও থাকতে পারে ) নীচের দেউয়া ছবি অনুসরন করতে পারেন না বুঝতে পারলে >>
৪। এবার ডান দিকে নীচে সাদা ঘরে কাপচা লেখা আছে পাশের ঘরে দেখে হুবহু লিখুন এবং View অপশন এ ক্লিক করুন।
৫। এবার আপনার সামনে আপনার জমিত সমস্ত দাগ নাম্বার এবং আপনার তথ্য আপনার সামনে দেখাবে।
৬। এবং পাশে একটি লেখা থাকবে Click here নামে অখানে চাপুন যদি আপনি আপনার জমির ম্যাপ দেখতে চান।
আরও ভালোভাবে বুঝতে নীচে ছবি দেওয়া রইলো…
বাংলার ভূমি অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে? বাংলার ভূমি অ্যাপস প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন ?
এখন জমির তথ্য , দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দেখা হলো আরো সোজা। কিভাবে দেখবেন ভাবছেন আসুন জেনে নেই।
>>কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইনে চেক করবেন জানতে এখানে ক্লিক করুন
- আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে জানুন
১। গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন জমির তথ্য দেখার জন্য কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো App টির বিষয়ে বলবো। এবং গুগুল প্লে স্টোরে যার রেটিং খুবই ভালো।
২। আপনার স্মার্ট ফোনে Google Play Store গিয়ে search করবেন Banglar Bhumi-বাংলার ভূমি App টি ডাউনলোড করে নিন, নীচে লিংক দেওয়া রইলো।
৩। এই আপটি ইন্সটল হয়ে গেলে আপনি আপটির মদ্ধে ধুকুন এবং ঢোকার পর অনেক অপশন পাবেন, আপনি একদম প্রথম অপশনটিতে (দাগ ও খতিয়ানের তথ্য) যাবেন।
৪। তারপর আপনি আপনি অনেক গুলি অপশন দেখতে পাবেন আপনি যেকোনো একটি অপশন থেকে জমির তথ্য দেখতে পারেন, কিন্তু ফাস্ট দেখতে ছাইলে প্রথম অপশনটি ক্লিক করুন।
৫। তারপর আগে জেমনটি আগে বলা হয়েছিলো প্রাই একই ভাবে খতিয়ানের তথ্য অথবা দাগের তথ্য অপশনটি বাছুন তারপর আপনার জেলা, আপনার ব্লক ও আপনার মৌজা বাছুন তারপর SUBMIT বাটান এ চাপুন।
৬। তারপর আপনার সামনে আর একটি স্ক্রিন আসবে যেখানে আপনার খতিয়ানের তথ্য অথবা দাগের তথ্য চাইবে তারপর আপনার কাজ শেষ, এবার আপনি আপনার বাংলার ভুমি দাগ/খতিয়ানের তথ্য দেখতে পাবেন।
নীচে আপনার সুবিধার্থে এই আপসটির স্ক্রিন শট দিয়ে দেওয়া হল।
এই অ্যাপস এর মধ্যে আপনি আরো কি কি বাড়তি সুবিধা পেতে পারেন ?
- আরএস এল আর তথ্য
- মার্কেট ভ্যালু এবং অনন্যা বিষয়
- পশ্চিমবঙ্গের নানান প্রকল্প ও অনলাইন তথ্য
- জমির একক এর পরিবর্তন খুব সহজে
- স্ট্যাম্প ডিউটি ক্যালকুলেটর
এই সব সুবিধা গুলো ও ব্যাবহার করতে পারেন এই একই আপস এর ভেতর।
বাংলার ভূমি ওয়েবসাইট | বাংলার ভূমি নতুন ওয়েবসাইট।
এখন গুগলে অনেক নতুন নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে, যার মধ্যে কোনটা আসল ওয়েবসাইট আপনাদের সেটা জানতে হবে,
বাংলার ভুমি এর অফিসিয়াল ওয়েবসাইট হলো
www.banglarbhumi.gov.in
এখানে আপনি আপনার জমি সংক্রান্ত প্রায় সব তথ্য পাবেন, যার জন্য কোনো ছোটো বিষয় নিয়েও আপনাকে অফিসে যেতে হবে না।
এখন আপনার জন্য একটি ভিডিও দিলাম যদি পোস্ট থেকে আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি ভিডিওটিও দেখতে পারেন★
7 thoughts on “বাংলার ভূমি দাগের তথ্য 2023 | Land record in west bengal 2023”