কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস (cast certificate status) চেক সম্পর্কে সম্পূর্ণ তথ্যের সঙ্গে আজ আলোচনা করবো আমরা।
আপনি কি SC, ST অথবা OBC অর্থাৎ আপনি যদি তপসিলি উপজাতির মদ্ধে পড়েন, এবং আপনি যদি কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করে থাকেন, এবং আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনার আবেদন করা কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস বা স্থিতি চেক করবেন, তাহলে একদম সঠিক ওয়েবপেজে এসেছেন,
অথবা যদি আপনার পরিবার এর বা আপনার প্রতিবেশীর যদি কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস cast certificate status বা স্থিতি জানবার প্রয়োজন হয় তাহলে এখানে প্রত্যেক পর্বে পর্বে ভাগ ভাগ করে আলোচনা করবো আমরা, তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক
Step by step guide on how to check cast certificate status online?
এই পর্বে আমরা ছবির সঙ্গে সঙ্গে জানবো কিভাবে খুব সহজেই আমরা কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস (Cast certificate status) চেক করতে পারবো কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে।
প্রথমত: কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন
1👉তারপর ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাবেন (castcertificatewb.gov.in)
Direct Link (এখানে ক্লিক করে সোজা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন)
2👉তারপর আপনার সামনে একটি অপশন আসবে(Application status) যদি আপনি মোবাইলে ওয়েবসাইটটি খোলেন তাহলে একটু নিচের দিকে অপশনটি পাবেন এবং যদি কম্পিউটারে খোলেন তাহলে ঠিক আপনার ডান সাইডে অপশনটি খুঁজে পাবেন।
3👉তারপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
দ্বিতীয়ত: আপলিকেশন নাম্বার এন্টার করুন।
1👉 নতুন যে পেজটি আসবে সেই পেজটিতে আপনার আপলিকেশন নাম্বার চাইবে সেটি দেওয়ার পর।
2👉সার্চ অপশনটিতে ক্লিক করুন।
3👉 এবার আপনার সামনে নতুন একটা পেজ খুলে আসবে।
তৃতীয়ত: এবার আপনার স্ট্যাটাস চেক করুন
1👉 এবার আপনার সামনে আপনার কাস্ট সার্টিফিকেট এর স্থিতি বা স্ট্যাটাস (Cast certificate status) দেখতে পাবেন।
2👉 এবার আপনি আপনার কম্পিউটার এর “ctrl+p” প্রেস করে একটা প্রিন্ট আউট ও করে নিতে পারেন।
এবং এটি আপনার কাছে ব্লক ডেভলপমেন্ট অফিস বা BDO তে নিয়ে গিয়ে SC কার্ডের ডিপার্টমেন্ট এ গিয়ে চেক করতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেট এসেছে কিনা।
How do you know that your Cast certificate status is ready?
উপরের লাইনটির মানে হল, আপনি স্ট্যাটাস তো চেক করলেন কিন্তু কিভাবে বুঝবেন সেই স্ট্যাটাস দেখে যে আপনার কার্ডটি হয়ে গেছে কিনা? আসুন সহজ ভাষায় বিষদে জেনে নেই আমরা।
১👉স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন “application submitted hard copy not received” লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার কার্ডটি হয়ে গেছে।
যদি বিডিওতে গেলে না পাওয়া যায় কার্ডটি না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে, কার্ডটি SDO লেভেলে আছে এখনো।
২👉 আর যদি দেখেন স্ট্যাটাস চেক করার পর “Application awaiting issuance” লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার SC কার্ডের ফর্মটি আপনি জমা তো করেছেন কিন্তু এখনো আপনার কার্ডটি এখনো SDO বা BDO লেভেল থেকে কমপ্লিট হয়নি।
Which Information is required to check cast certificate status online?
👉 এবার আমরা জানবো কোন তথ্য প্রয়োজন আপনার কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস জানার জন্য আসুন সেই বিষয়ে বিষদে আমরা জেনে নেই।
কাস্ট সার্টিফিকেট চেক করার জন্য শুধুমাত্র একটা তথ্যের প্রয়োজন হয় সেটি হল- আপনি জখন কাস্ট সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তখন আপনাকে একটা “Acknowledgement slip” বা “Acknowledgement No” দেওয়া হয়েছিল সেই নাম্বারটি দিয়েই শুধুমাত্র আপনি আপনার কাস্ট সার্টিফিকেট এর স্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন।
Benefits of cast certificate
কাস্ট সার্টিফিকেট এখন খুব প্রয়োজনীয় একটা ডকুমেন্তস এর মদ্ধে একটা, পশ্চিমবঙ্গে বিগত দিনে কাস্ট সার্টিফিকেট বেশীরভাগ ক্ষেত্রে ছাত্র ছাত্রিরা আবেদন করতো, কারন বিগত দিনে ছাত্র-ছাত্রিদেরই বেসি প্রয়োজন পড়তো, কিন্তু বর্তমানে ছাত্র-ছাত্রি থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই এই একটি প্রয়োজনীয় কাগজ হয়ে দাঁড়িয়েছে, কারন এখন অনেক প্রকল্পের আবেদন এর ক্ষেত্রেই কাস্ট সার্টিফিকেট এর প্রয়োজন পড়ছে। যেমন- লক্ষির ভান্দার ও ইত্যাদি।
Details about Cast certificate
Name | West Bengal Caste Certificate |
Under Catagory | SC, ST, OBC A, OBC B |
Apply Mode | ১- Online এবং ২- Offline দুই ভাবেই করতে হবে। |
After the application Tracking system | Yes, available |
Department Name | Backward Classes Welfare Department |
This Portal Facilities | Status check, Applying Online, Reprint Option |
Official Website | www.castcertificatewb.gov.in |
FAQ about cast certificate
Q: caste certificate
Ans: Caste certificate হল একটা নির্দিষ্ট জাতি বা বর্ণের অন্তর্গত হওয়ার প্রমাণপত্র, যেটি অনেক সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজন হয়।
Q: caste certificate number
Ans: Caste certificate নাম্বার আপনার সার্টিফিকেট এর উপরেই ডান কোনায় পেয়ে যাবেন।
Q: sc/st/obc certificate status check near Kolkata, West Bengal.
Ans: আপনি যে জেলায়ই থাকেন না কেন, আপনি www.castcertificatewb.gov.in অয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
Q: How can I check my SC ST OBC caste certificate in West Bengal?
Ans: আপনি পশ্চিমবঙ্গের যে জেলারই বাসিন্দা হন না কেন, আপনি www.castcertificatewb.gov.in অয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার কাস্ট সার্টিফিকেট এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
Q: How can I get SC ST certificate in West Bengal?
Ans: আপনাকে কাস্ট সার্টিফিকেট পেতে গেলে আগে আপনাকে আপনার পরিবার এর মানে আপনার বাবার পরিবারের কোনো বাক্তির কাস্ট সার্টিফিকেট এবং আপনার সম্পূর্ণ কাগজপত্রের সঙ্গে প্রথমে অনলাইন এবং তারপর অফলাইনে আপনার বিডিও অথবা মিউনিসিপালিটিতে জমা করতে হবে।
Q: What is SC, ST OBC?
Ans: Caste certificate হল একটা নির্দিষ্ট জাতি বা বর্ণের অন্তর্গত হওয়ার প্রমাণপত্র,
SC- ‘Scheduled Castes’
ST- Scheduled Tribes
OBC-. Other Backward Class
Q: Who are comes under OBC?
Ans: এ রিপোর্টে বলা হয়েছে যে 97% ওবিসি সংরক্ষণের প্রধান সুবিধাভোগীদের মধ্যে যাদব, কুর্মি, জাট (ভারতপুর এবং ধোলপুর জেলা ছাড়া রাজস্থানের জাটরা কেন্দ্রীয় ওবিসি তালিকায় রয়েছে), সাইনি, থেভার, এঝাভা এবং ভোক্কালিগা জাতি।
আরও পড়ুন-
- 👉কৃষক বন্ধু প্রকল্প ২০২২
- 👉Bidhoba bhata form [PDF]
- 👉Ration card form pdf download
- 👉বাংলার ভূমি দাগের তথ্য
- 👉স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন
- 👉স্বাস্থ্য সাথী প্রকল্প
- 👉Swasthya sathi (A,B,C,D) all form download
- 👉নতুন ফর্ম লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড
কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস (Cast certificate status) সম্পর্কে আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি, কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি কোনো তথ্য আমাদেরকে জানাতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে আপানাদের, তাহলে সেটিও আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে, আমাদের অয়েবসাইট সরকারি খবর ডট ইন এ ভিসিট করবার জন্য অসংখ্য ধনবাদ।
1 thought on “Cast Certificate Status Check Online West Bengal 2023”