পশ্চিমবঙ্গ সরকারের Gatidhara scheme(গতিধারা প্রকল্প) সম্পর্কে বিস্তারিত জানবো, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কি কি কাগজপত্র কি কি যোগ্যতা লাগবে ?
Gatidhara scheme কি? এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি?
পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সহযোগিতা করবে আপনারা যদি আপনাদের ব্যবসার জন্য কোন গাড়ি কেনেন যেমন- মিনিবাস, ট্যাক্সি, অটোরিকশা,,ট্রাক, এ সমস্ত গাড়ি যদি আপনারা কেনেন তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাবসিটি দেবে এবং আপনাদের লোন পেতে সাহায্য করবে।
আজকে আমরা দেখে নেবো কারা কারা এই গতিধারা স্কিম এ এপ্লাই করতে পারবেন আপনার এই স্কিম মাধ্যমে সুবিধা পেয়ে যাবেন এবং আপনাদের এপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে? আপনারা কত টাকা ম্যাক্সিমাম সাবসিটি পেয়ে যাবেন এবং আপনারা কিভাবে গতিধারা স্কিম এ এপ্লাই করবেন তো চলুন এবার আমরা দেখি নি।
আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেনা না Gatidhara scheme(গতিধারা স্কিম) সম্পর্কে যারা এখনো পর্যন্ত গতিধারা স্কিম সম্পর্কে জানেন না তাদের জন্য এই পোস্টটি অনেক উপকার হবে।
Gatidhara scheme এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
- প্রথমেই দেখে নি কারা কারা আবেদন করতে পারবেন গতিধারা স্কিম এর জন্য তারা স্কিমের জন্য ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে
- এবং আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আপনাদের একটি ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
- এবং এপ্লাই করার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর রেজিস্ট্রেশন করা থাকতে হবে
- এটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন
- রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে লগইন এ ক্লিক করতে হবে তারপর আপনারা এম্প্লয়ের লজিন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন।
- বয়স চাওয়া হয়েছে ২০ থেকে ৪৫ বছর পর্যন্ত তবে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে আপনারা আপনাদের বয়স অল্প ছাড় পেয়ে যাবেন SC,ST ক্যান্ডিডেটরা।
- এবং ফ্যামিলির ইনকাম মাসে 25000 টাকা হতে হবে অথবা তার নিচে হতে হবে তার বেশি হলে আপনারা সুবিধা পাবেন না।
- এবং একটি ফ্যামিলি থেকে শুধুমাত্র একজন মেম্বারই এপ্লাই করতে পারবেন এই স্কিমের জন্য
আর আপনারা যদি অলরেডি যুবশ্রী তে আবেদন করে থাকেন এবং যুবশ্রী সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনার আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি লোন স্যাংশন হয়ে যায় এবং আপনারা গতিধারা স্কিম এর সুবিধা পেয়ে যান তারপর থেকে আপনারা যুবশ্রী যোজনা সুবিধা পাবেন না গাড়ি কিনতে পারবেন আপনারা ম্যাক্সিমাম দশ লাখ টাকার গাড়ি কিনতে পারবেন তার বেশি টাকার গাড়ি যদি আপনারা কেনেন তাহলে আপনারা গতিধারা স্কিম এর সুবিধা পাবেন না
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্প ২০২২, Eligibility & Benefits Click here
Gatidhara scheme(গতিধারা স্কিম) এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো প্রথমেই আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্ম Annexure-1 এই ফরমটি আপনাকে এ ফোর সাইজ পেপার প্রিন্ট আউট বের করে নিয়ে ফিলাপ করে নিতে হবে
এরপর লাগবে আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট হিসেবে Annexure-II এটি হচ্ছে Annexure-II এই ফরমটি কেউ আপনাকে এ ফোর সাইজ পেপার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
এবং তারপর ফিলাপ করে নিতে হবে এবং তারপর লাগবে সেল্ফ ডিক্লারেশন Annexure-III এটা হচ্ছে আপনাকে A4 পেপার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
এই তিনটি ফরমেট পিডিএফ লিংক আমি নিচে দিয়ে দেবো এরপর আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পারমিট এরপর আপনার প্রয়োজন হবে আপনারা যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর রেজিস্ট্রেশন করেছেন তার জেরক্স কপি, তারপর আপনার প্রয়োজন হবে ঠিকানা, আইডেন্টি প্রুফ, এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স,কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 6 কপি এবং আপনারা যে গাড়ি কিনবে তার কোটেশন এই সমস্ত রকমের আপনাদের অবশ্যই দিতে হবে।
কিভাবে Gatidhara scheme application form download করবেন?
পশ্চিমবঙ্গ সরকারের এই গতিধারা প্রকল্পের Gatidhara form pdf download কিভাবে করবেন, জেনে নেওয়া যাক, এবং DOWNLOAD লিঙ্ক নিচে দেওয়া হলো।
Annexure-I | Click here |
Annexure-II | Click here |
Annexure-III | Click here |
- আপনি এই লিঙ্ক থেকেও সম্পূর্ণ ফর্মটি ডাউনলোড করতে পারেন Click here
Scheme name | Gatidhara scheme |
Scheme launch date | 2014 |
Scheme launched by | West Bengal Government |
Application mode | Offline mode |
Official website | Click here |
Official Notice | Click here |
কি কি সুবিধা পাওয়া যাবে Gatidhara scheme এ?
- এই প্রকল্পের মাদ্ধমে আপনি আপনার বাবসায়িক গাড়ি কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাড় পাবেন।
- এই প্রকল্পে আপনি ৩০% পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাড় পাবেন। যে ছাড় সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
- এবং মহিলারদের জন্য সর্বাধিক ছাড় থাকছে ১.৫০ লাখ টাকা পর্যন্ত।
- সরকারি পারমিট পেতে সরকার সাহায্য করবেন, তাই দ্রুত পারমিট পাবেন।
কোথায় জমা করবেন গতিধারা প্রকল্পের ফর্মটি?
চলুন দেখে দেওয়া যাক কোথায় আপনি গতিধারা প্রকল্পের ফর্মটি জমা করবেন-
যদি কলকাতা কর্পরেশন এর বাসিন্দা হয়ে থাকেন তাহলে – (Kolkata Dictrict, Purta Bhaban, Saltlake) এই ঠিকানায় জমা করবেন।
এবং যদি আপনি বাইরের অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপানার SDO অফিসে জমা করবেন।
Frequently Asked Questions
Gatidhara scheme 2022?
Ans: এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সহযোগিতা করবে আপনারা যদি আপনাদের ব্যবসার জন্য কোন গাড়ি কেনেন।
Gatidhara scheme subsidy amount?
Ans: গতিধারা স্কিমের মাদ্ধমে আপনার ব্যবসার গাড়ি কেনার জন্য ৩০% এবং ১ লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
Gatidhara online application 2022
Ans: এই প্রকল্পের সুবিধা নেউয়ার জন্য প্রথমে আপনাকে employmentbankwb.gov.in এ আপনাকে আবেদন করতে হবে তারপর,আপনাকে অফলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন
- কাস্ট সার্টিফিকেট চেক ওয়েস্ট বেঙ্গল ২০২২ Click here
- Bidhoba bhata form [PDF] west bengal Click here
3 thoughts on “Gatidhara scheme in Bengali 2023 | গতিধারা প্রকল্প 2023”