Krishok bondhu Prakalpa 2023 Eligibility & Benefits

4/5 - (3 votes)

krishok bondhu prokolpo, krishok bondhu new form pdf download, krishok bondhu prokolpo online application, কৃষক বন্ধু প্রকল্প ফর্ম ফিলআপ, krishak bandhu status check wb কিভাবে করবেন আজ সব প্রশ্নের উত্তর এখানে আলোচনা করবো আমরা।

About krishok bondhu Prakalpa

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্প শুরু করেন। কৃষক ভাইদের জন্য এই প্রকল্প আনা হয় এবং এই প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষক ভাইদের দেওয়া হবে। যে সমস্ত কৃষক ভাইদের জমি রেকর্ড করা আছে, তাদের জন্য বার্ষিক ৫০০০/- টাকা দেওয়া হত।

এই প্রকল্প আসলে আনা হয়েছিলো পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের বা চাষি ভাইদের চাষের সুবিদারথে, কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যার মাধ্যমে তারা তাদের চাষের জন্য খাদ্যশস্য এবং সার কিনতে সাহায্য হয় এবং যাতে কৃষকরা আরও বেশি তাদের উৎপাদনশীল হতে পারে বা বেশি চাশ করতে পারে।

আগের বছর ও চাষি ভাইদের কে বছরে ৫ হাজার করে টাকা দিয়েছে সরকার, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে ১০ হাজার টাকা প্রত্যেক বছরে করা হয়েছে, রবি চাষ ও খারিপ চাষ এর জন্য বছরে দুইবার দুইভাগে এই টাকা দেওয়া হবে (5000+5000) বলে ঘোষণা করে।

আমাদের এই নিবন্ধের উদ্দেশ হল সেইসব Krishok ভাইদের উদ্দেশে সাহায্য করা যারা এই প্রকল্পের আওতায় আসে।

The purpose of krishok bondhu Prokolpo/Scheme

কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি? সেই সম্পর্কে পশ্চিমবঙ্গের সরকারের তরফ বলা হয়েছে, রাজের অনেক কৃষক বা চাষি আর্থিক ভাবে দুর্বল হওয়ার জন্য তারা ঠিক ভাবে চাষ করতে পারে না, তাদের চাষ আবাদ করতে সাহায্য করতে সরকার এই আর্থিক সহায়তা করে, যেমন – সার, বিজ, লেবার ইত্যাদি এর জন্য।

এই প্রকল্পের আসল উদ্দেশ্য হল সাহায্যের স্বরুপ টাকা সরাসরি তাদের কৃষকদের ব্যাঙ্ক খাতায় দেওয়া হয়, কৃষকরা প্রয়োজন মতো নিয়ে ভালো ভাবে চাষ করতে পারে।


What will be the benefit to the farmers with this Scheme

এই প্রকল্পের মাদ্ধমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক খাতায় সরাসরি দুটি খাদে টাকা দেয় তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জানি-

1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বছরে দুটি খাদে (5,000+5000) টাকা সাহায্য পাবেন।
1 একর এর কম চাষযোগ্য জমির কৃষকরা বছরে দুটি খাদে (2,000+2000) টাকা সাহায্য পাবেন।
benefit of krishok bandhu cheme


Requered Documents for krishok Bandhu Application

krishok Bandhu প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র এর প্রয়োজন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

  • Voter Card Xerox ভোটার কার্ড জেরক্স
  • Aadhar Card- আঁধার কার্ড জেরক্স
  • Pan Card -প্যান কার্ড জেরক্স
  • Self-Declaration of Applicant
  • ROR Attested Copy বা জমির কাগজ জেরক্স
  • যদি আগে থেকে কৃষক বন্ধু কার্ড থাকে তাহলে তার জেরক্স।

👉এছাড়াও অন্য কোনো পরিচয় এর কাগজ থাকলে দিতে পারবেন আবেদন করবার জন্য।


What krishok bondhu death Benefit

পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একটা নতুন প্রকল্প এনেছে, যেটা কৃষক বন্ধু প্রকল্প এর একটা অংশ, এই প্রকল্পে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবার থেকে পাবে দুই লক্ষ টাকা (Rs. 2,00000)


How to apply Krishok Bondhu Application: কৃষক বন্ধু প্রকল্পে আবেদন এর পদ্ধতি

Krishok Bondhu online application:বর্তমানে ২০২২ সালে কৃষক বন্ধু অনলাইনে আবেদন করলে আপনার আবেদন aeccpt না হবার সম্ভাবনা বেশি, তাই আমরা আমাদের বাক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, আপনারা অফলাইনে নতুন ফর্মটি পুরন করে আপনার কাছের পঞ্চায়েত অফিস, বা ব্লক দেভলপমেন্ত অফিস অথবা যখন যখন আপনার এলাকায় “দুয়ারে সরকার” বসবে তখন সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জমা দিন- কিভাবে অফলাইনে Krishok Bondhu এর ফর্ম পুরন করে জমা দেবেন নিচে বিস্তারিত আলোচনা করা হইলো।


How to apply Krishak Bandhu offline Application

এখানে আপনাদের সুবিদারথে খুবই সহজ ও সুন্দর ভাবে Krishok Bondhu প্রকল্পের জন্য অফলাইনে আবেদনের ফর্মটি পুরন করবেন টা বিস্তারিত আলোচনা করা হলো তাহলে আসুন দেখে নেই এক নজরে–

১/ প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন এর নতুন ফর্মটি সংগ্রহ করতে হবে সেটা আপনি আপনার কাছের পঞ্চায়েত বিডিও অথবা কাছের জেরক্স এর দকান থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি আমাদের কাছ থেকে দেওয়া লিঙ্ক থেকে ও ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন লিঙ্কটি নিচে দেওয়া হইলো-

২/দ্বিতীয় আপনাকে আপনার পার্সোনাল ডিটেইলস চাইবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন – নাম, বাবার নাম, ফোন নাম্বার, জন্মের তারিখ, ভোটার কার্ড, আধার কার্ড।

3/ তৃতীয়ত আপনাকে আপনার চাষযোগ্য জমির পর্চা বা রেকর্ড এর তথ্য দেখে দেখে লিখতে হবে।

4/ চতুর্থত আপনার ব্যাংক এর তথ্য ভালোভাবে দেখে লিখতে হবে।

5/ পঞ্চমত আপনার নমিনি এর তথ্য এবং

6/ ষষ্ঠম এক কপি কালার ছবি এবং একটা সই।

Krishok Bandhu Form Download👇

আপনি কৃষক বন্ধু ফর্মটি আমাদের দেওয়া লিঙ্ক থেকে ও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন👇

👉কৃষক বন্ধু বাংলা ফর্মডাউনলোড করুন
👉কৃষক বন্ধু নতুন ফর্ম,
Krishok Bondhu New Form 2022
ডাউনলোড করুন
👉Self Declaration Formডাউনলোড করুন
Krishok Bandhu Forms Download

how to status check krishok bandhu: কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন?

👉প্রথমে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেখানে আপনার সামনে বেশ কিছু অপশন আসবে তার মদ্ধে থেকে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশন এ ক্লিক করতে হবে। নিচে দেউয়া ছবির মত।

Krishok bondhu

👉তারপর আপনার সামনে নতুন একটা নতুন স্ক্রিন আসবে যেখানে আপনার কাছে আপনার ভোটার কার্ড এর নাম্বার চাইবে সেটা দেওয়ার পর আপনাকে একটা কাপছা পুরন করতে হবে করে আপনাকে সার্চ বাটান এ ক্লিক করতে হবে। নিচে দেওয়া ছবির মত।

Krishok Bondhu Status check
Krishok Bondhu Status check

👉তারপর আপনার সামনে আপনার তথ্য আসবে যেখানে আপনার ফর্মটি অনলাইনে জমা পরলে আপনার Krishok Bondhu আইডি নাম্বার দেখাবে,

👉আর যদি আপনার সামনে “No Data Found” দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফর্মটি অনলাইনে জমা পড়েনি।

Krishok Bondhu apps/application

কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রধানত বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করা হয় সাধারণত।

কিন্তু আপনি যদি “কৃষক বন্ধু” (Krishok bondhu) App টি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে একটা মাত্রই app বর্তমানে উপস্থিত আছে তার লিংক আমরা নীচে দিয়ে দেবো, এবং app টির একটা স্ক্রিন শট ও আমরা নীচে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ভুল app দেখা যায়।

20220219 064935 »
কৃষক বন্ধু app / kirshak bandhu app

👉কৃষক বন্ধু আপটি ডাউনলোড করুন

হেল্পলাইন নাম্বার: Helpline Number

Krishok bondhu প্রকল্প এর বিষয়ে যদি কোনো তথ্য জানতে হয় নীচের দেওয়া নাম্বারগুলিকে ফোন করতে পারেন।

8336957370 
8597974989
6291720406

Time: 10am – 6pm

আর আপনারা নিচের এই ইমেল মেইল করতে পারেন।

krishak.bandhu@ingreens.in

FAQ: বা সরাচর জিজ্ঞাহ্য প্রশ্ন এবং উত্তর

Q:কৃষক বন্ধু আইডি নাম্বার

Ans: কৃষক বন্ধু আইডি নাম্বার জানতে
krishakbandhu.net ওয়েবসাইটে গিয়ে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করে আপনাকে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে তারপর আপনার ফর্মটি অনলাইনে জমা পড়ে থাকলে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার পাবেন।

Q: কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে

Ans: বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দুই খাদে দেওয়া হয়। এটা আপনার ফর্ম ফিলআপ করার সময় এর উপর ভিত্তি করে আপনার একাউন্ট এ দেওয়া হয়।

Q: krishak bandhu status check wb

Ans: krishak bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করে আপনাকে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে তারপর আপনার ফর্মটি অনলাইনে জমা পড়ে থাকলে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার দেখতে পাবেন। এবং জমা না পড়ে থাকলে “No Data Found” দেখাবে।

Q: krishak bandhu online

Ans: krishak bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কৃষি বিভাগ অপশনটি ক্লিক করুন তারপর আপনার সামনে নতুন একটা উইন্ডো আসবে যেখান থেকে আপনারা singup করতে পারবেন, কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করলে আবেদনটি সম্পূর্ণ না হবার সম্ভাবনা বেশি, তাই আপনার এলাকার বিডিও, পঞ্চায়েত অথবা দুয়ারে সরকারের ক্যাম্প এ জমা দিন।

Q: krishak bandhu status

Ans: krishak bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করে আপনাকে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে।

Q: Which documents are required for Krishok Bondhu application?

Ans:
1.ভোটার কার্ড,
2.আধার কার্ড,
3.পর্চা বা জমির রেকর্ড,
4.ব্যাংক এর পাসবুক এর প্রথম পাতা,
5. এক কপি কালার ছবি।

Soubhik Mridha

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি সরকারি নানা ধরনের প্রকল্পের ফর্ম ফিলআপ করে থাকি এবং নানান তথ্য সম্পর্কে জানতে আগ্রহি। তাই এখানে আপনারা আমার নিজের অভিজ্ঞতা সম্পন্ন তথ্য পাবেন।