Voter portal এ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক প্রক্রিয়া চালু হয়ে গেছে , Aadhar With Voter Card Link কিভাবে করবেন? চলুন দেখে নেওয়া যাক।
Election commission(নির্বাচন কমিশন) ইতি মদ্ধেই জানিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কাজ চালু হয়ে গেছে এবং এই সুবিধা অনেক এলাকায় ভোটারের তথ্য সনাক্ত করতে সাহায্য করবে। তবে, ভোটার আইডির সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেনি।
How to link Aadhar With Voter Card(কিভাবে ভোটার কার্ড এর সঙ্গে আধার কার্ড লিংক করবেন?)
Voter portal এ নতুন অপশন দিলো “Aadhar linkage” এই অপশনের কাজ কি? এই অপশনের মাধ্যমে আপনি আপনার Aadhar With Voter Card Link করতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতি ধাপে ধাপে জেনে নেবো আমরা।
- প্রথমে আপনি আপনার Phone বা Computer এর Browser এ যাবেন তারপর আপনি, “Votar Portal” লিখে সার্চ করবেন।
- Voter পোর্টাল খুলে গেলে বা আপনি সোজাসুজি www.voterportal.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন।
- তারপর আপনাকে “Create an account” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি আপনার ফোন নাম্বার নাম ইত্যাদি দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন।
- তারপর আপনি Phone No Password এবং Captcha পুরন করে login করে ফেলবেন।
- তারপর আপনার সামনে Voter portal এর হোম পেজ খুলে যাবে।
- যেখানে ডান কোনায় নিচে একটা “Aadhaar Linkage” অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
- নিচে ডান কোনায় এবার “Lets start” অপশনে ক্লিক করবেন।
- এবার আপনার কাছে শুনবে “Do you already have Voter ID number?” এর মানে আপনার ভোটার নাম্বার চাইবে।
- এবার আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ফেচ করে আপনার সামনে আসবে।
- এরপর “Save & Continue” অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার নাম্বার দিতে বলবে এবং “OTP” দ্বারা ভেরিফাই করতে হবে।
- এবার আপনার আধার নাম্বার, ইংলিশ এ নাম এবং আপনার আঞ্চলিক ভাষায় নাম লিখতে হবে।
- তারপর “Save & Continue” অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার সামনে “General declaration” এর একটা পেজ আসবে যেখানে আপনার গ্রামের নাম লিখে আবার “Save & Continue” করতে হবে।
- এবার একটা পেজ আসবে যেখানে আপনাকে “Submit” বাটানে ক্লিক করতে হবে।(এই পেজটির একটি প্রিন্ট আউট রেখে দেবেন)
- এবার আপনার সামনে লেখা আসবে “Congratulation ABCD You have summited your application for form 6B in electoral roll এবং নিচে আপনার Reference No দেওয়া থাকবে।(এই পেজটির একটি প্রিন্ট আউট রেখে দেবেন)
এর পর আপনাকে যে দুটো পেজ প্রিন্ট করে রাখতে বলা হয়েছে সেই পেজ দুটির এবং সঙ্গে আপনার প্রমান পত্রের সঙ্গে আপনার BLO অথবা কাছের CAMP এ জমা দিতে পারেন।
আরও জানুনঃ
Matirkatha net Benefits, Online License Application Click here
Pm Kisan beneficiary list West Bengal how to check? Click here
How to link Aadhar card with voter card with mobile phone(মোবাইল ফোন দিয়ে কিভাবে লিংক করবেন?
আপনি যদি আপনার ভোটার আইডিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চান তবে এখানে আপনাকে অনুসরণ করা উচিত।
- প্রথমে Play Store বা App Store থেকে আপনার ফোনে ‘Voter Helpline App’ ডাউনলোড করুন।
- অ্যাপটি খুলুন, ‘i agree’ বিকল্পটি নির্বাচন করুন এবং Next বাটানটি চাপুন।
- ‘Voter registration’ অপশনটি ক্লিক করুন।
- ভোটার প্রমাণী করণ ফর্ম (ফর্ম 6B) এ ক্লিক করুন।
- ‘Lets Start’ অপশনে ক্লিক করুন।
- Aadhar এর সাথে লিংক করা আপনার মোবাইল নম্বর লিখুন এবং ‘SEND OTP’ অপশনে ক্লিক করুন।
- ‘Yes, I have a Voter Id’ অপশনটি বেছে নিন এবং ‘NEXT’ এ ক্লিক করুন।
- আপনার ভোটার আইডি (EPIC) নম্বর লিখুন, রাজ্য বেছে নিন এবং ‘Fetch details’ অপশনে ক্লিক করুন।
- ‘NEXT’ অপশনটি বেছে নিন।
- এবার Aadhar No, Registered Mobile No দিন এবং ‘complete’-এ ক্লিক করুন।
SMS এর মাধ্যমে Voter Id(EPIC)- এর সাথে আধার কার্ড লিঙ্ক করবেন কিভাবে?
SMS এর মাধ্যমে Voter Id EPIC-এর সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।
ভোটাররা তাদের আধার নম্বরকে ভোটার আইডির সাথে লিঙ্ক করতে পারেন, এই পদ্ধতির মাদ্ধমে।
আপনার লিংক করা মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠাতে হবে। SMS পাঠাতে হবে 166 বা 51969 এই নম্বরে।
এই SMS টি লিখে পাঠাবেন- “ECILINK< SPACE><EPIC No.>< SPACE><Aadhaar No.>”
Votar portal এ এই পদ্ধতিটি সম্পূর্ণ করতে অবশ্যই নিচে দেওয়া তথ্য বা কাগজপত্র থাকতে হবে।
ভোটার পোর্টালে এই কাজটি সম্পূর্ণ করতে ঠিক কি কি কাগজপত্র বা তথ্য থাকতে হবে?চলুন জেনে নেওয়া যাক-
- ভোটার আইডি কার্ড বা EPIC নম্বর
- আধার কার্ড নম্বর এবং আধার নিবন্ধিত
- মোবাইল নম্বর লাগবে এবং সেটা আপনার কাছে থাকা চাই, এই নাম্বারে OTP আসবে।
-Frequently asked questions-
Q: How can I link my Aadhar card with EPIC number?
Ans: For link your Aadhaar No with Epic No plz go to the Voter portal official website.
Q: How can I update my Aadhar card with voter ID?
Ans: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আপডেট করতে আপনাকে Voter Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Q: Is Epic and voter ID same?
Ans: Yes Voter ID and Epic No is same.
Q: voter card Aadhaar link west Bengal?
Ans: Voter card Aadhaar link করতে www.voterportal.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।