Matirkatha net সম্পর্কে জানতে চান? আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প Matikotha, matirkatha, নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আজ আমরা কি কি জানবো Matirkatha net সমন্ধে? প্রথমে জানবো Matirkatha প্রকল্পের সুবিধা সম্পর্কে, তারপর জানবো কিভাবে এই প্রকল্পের লাইচেন্স এর জন্য অনলাইনে আবেদন করবো। তারপর জানবো FARM MECHANISATION বা কৃষির যান্ত্রিকীকরন কিভাবে করবেন? কিভাবে আপনি Matirkatha Krishaker Katha App ডাউনলোড করবেন।
তাহলে চলুন বেশি দেরি না করে এবার প্রত্যেকটি বিষয়ের উপর বিস্তারির জেনে নিই আমরা।
প্রথমে সংক্ষেপে মাটির কথা পোর্টাল সম্পর্কে জেনে নেওয়া যাক।
Know About Matir Katha details
Website name | MatirKatha.net |
Launched by | West Bengal Government |
launched date | 2015 |
recipient | West Bengal farmers |
Official Website | Click here |
Farm Mechanization Contact No | 8335858732, 8336957043 |
Online Licensing Contact No | 9083266199, 9433579438 |
Toll-free No | 18001031100 |
What is Benefits of Matirkatha net Scheme(মাটির কথা প্রকল্পের সুবিধা কি?
মাটির কথা এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার চাষিদের জন্য একটি Web Portal নিয়ে এসছে, যার মাধ্যমে চাশিদেরনেক সুবিধা হয়, সেইসব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করবো। এ পোর্টাল এর মাধ্যমে অনেক সুজগফ সুবিধা দিয়ে থাকে,
চাষের যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি পাবেন তার জন্য আবেদন করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতি হলে সেই কারনে আপনি এখানে অভিযোগ দায়ের করতে পারবেন।
আপনি Matirkatha net পোর্টালের মাধ্যমে অনলাইন লাইসেন্স সিস্টেম ব্যবহার করে আপনি অনলাইনে বীজ, কীটনাশক এবং সার লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন।
- মাটির স্বাস্থ্য কার্ড
- কৃষকবন্ধু
- অনলাইন লাইসেঞ্চ সিস্টেম
- ফসলের সমস্যার সমাধান।
- বাংলার শস্য বিমা।
- মাটির কথা ক্রিশকের কথা APP
- বিজ্ঞান্সম্মত চাষবাস এর উপায়।
- রোগপোকা নিয়ন্ত্রন এর উপায়।
- আবহাওয়া ও সাজেশন।
- কৃষির যান্ত্রিকীকরন
- পশ্চিমবঙ্গের কৃষি মানচিত্র।
এইসব সুবিধার মদ্ধে কিছু প্রকল্প বা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ, তাই এর মদ্ধে গুরুত্বপূর্ণ কিছু ভাগ নিয়ে এখানে নিচে বিস্তারিত আলোচনা করা হলো, তাহলে চলুন দেখে নেওয়া যাক।
Matir Katha license online application( কিভাবে লাইচেঞ্চ এর জন্য আবেদন করবেন?)
- Matir Katha portal এ আপনি license এর জন্য আপনকে প্রথমে matirkatha.net ওয়েবসাইটে যেতে হবে.
- সেখান থেকে আপনাকে অনলাইন লাইসেঞ্চ সিস্টেম অপশনে ক্লিক করতে হবে।
- আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে।
- তারপর আপনাকে “Login to apply” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন যে পেজটি খুলবে সেখানে দুটো অপশন দেখতে পাবেন, তার মদ্ধে থেকে আপনাকে “User login” অপশনে ক্লিক করবেন।
- তারপর আপনার account না থাকলে নিচের দিকে Sign up now. অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে আপনার Personal Details: পুরন করতে হবে জেমনঃ Email, Password, Full Name, Mobile No, Upload Your Picture, Gender, Date Of Birth.
- এরপর NEXT বাটানে ক্লিক করতে হবে।
- তারপর Login করে License এর জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ
⚡WB Gov Ration card form pdf download Click here
⚡WB Gov Gatidhara scheme সমন্ধে জানুন Click here
How to apply Farm Mechanization Matir Katha portal?
Matirkatha Net portal থেকে Farm Mechanization(কৃষির যান্ত্রিকীকরন) বা ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন কিভাবে করতে হবে? সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই আর্টিকেলে আমরা।
- Matir Katha portal এ আপনি license এর জন্য আপনকে প্রথমে matirkatha.net ওয়েবসাইটে যেতে হবে.
- সেখান থেকে আপনাকে নিচের দিকে “Farm Mechanization(কৃষির যান্ত্রিকীকরন)” অপশনে ক্লিক করতে হবে।
- আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে।
- সেখান থেকে আপনাকে সর্বশেষ বছর বেছে নিতে হবে ।
- এবং আপনার সামনে নতুন পেজে আবার দুটো অপশন পাবেন।
- তা থেকে “Applicant” অপশনে ক্লিক করবেন।
- এরপর আপনার সামনে “Registration” এবং “Login” অপশন আসবে।
- তার মদ্ধে থেকে আপনি প্রথমে “Registration” অপশনে ক্লিক করুন।
- এর পর আপনার সামনে ঠিক এরকম নিচে দেওয়া ছবির মত পেজ খুলে যাবে। সেখান থেকে আপনি “Proceed” অপশনে ক্লিক করুন।
- এরপর Account হয়ে গেলে আপনাকে “ID PASSWORD” দিয়ে login করতে হবে।
Matirkatha net পোর্টালের মাধ্যমে কৃষকরা ভর্তুকিযুক্ত হারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ট্রাক্টর, সোলার পাম্প, ইত্যাদির মতো কৃষি যন্ত্রপাতি কেনার সুবিধা পাবেন।
Matirkatha net Portal requred doccuments.(প্রয়োজনীয় কাগজপত্র।)
- রেজিস্ট্রেশান এর শুরুতে আপনাকে ভোটের কার্ডের নম্বর দিতে হবে।
- ভোটার কার্ড এর নাম্বারটি বড় হাতের দিতে হবে, কোনো রকম স্পেস ছাড়াই।
- ভোটার কার্ডের নাম্বারটি হবে আপনার Login Id।
- আবেদন করার সময় আপনার ভোটার কার্ডের নাম্বার প্রয়োজন এবং বাঙ্কের অ্যাকাউন্ট এর নাম্বার 200kb এর মদ্ধে,
- ফাইল ফরম্যাট হতে হবে JPEG/JPG.
- এবং রেজিস্ট্রেশান করার সময় খতিয়ান এবং মৌজা নাম্বার দিতে হবে।
Download Matirkatha Krishaker Katha App
এই বিশেষ পরিষেবাগুলি সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে একটি Android app Launch করা হয়েছে যার মাধ্যমে এই দপ্তরের নানান সমস্যার যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে, আপনার যেকোনো সমস্যার জন্য এখান থেকে জানাতে পারেন, চলুন দেখে নেওয়া যাক এই APP টির কিছু ছবি এবং সুবিধা-
আপনারা এই APP টি DOWNLOAD করতে চান তাহলে গুগুল প্লে স্টোরে গিয়ে “Matirkatha Krishaker Katha” লিখে সার্চ ও করতে পারেন।
অথবা নিচে দেওয়া Link থেকে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে Download করতে পারেন।
1 thought on “Matirkatha net 2023, Benefits, Online License Application”