Pm Kisan beneficiary list West Bengal 2023, how to check?

4/5 - (1 vote)

Pradhan Mantri Kisan Samman Nidhi খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প সাধারন কৃষকদের জন্য, West Bengal Pm Kisan beneficiary list কিভাবে চেক করবেন জানতে চান?

Pm Kisan beneficiary status এবং list সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

তাহলে চলুন প্রথমে Pm kisan(Pradhan Mantri Kisan Samman Nidhi) সমন্ধে জেনে নেওয়া যাক, ভারতবর্ষে ভারত সরকার দ্বারা 2019 সালে 24 February চালু করা হয়েছিলো, যে প্রকল্পের মুল উদ্দেশ্য ছিল যেসব গরিব কৃষকদের ২ একর(6.05 বিঘা) এর কম জমি আছে তাদের আর্থিক সহায়তা করা।

এই প্রকল্পের অধীনে নিবন্ধিত সমস্ত কৃষক বার্ষিক 6000 টাকা আর্থিক সাহায্য পান। এবং ২০০০ টাকা করে ৩ টি কিস্তিতে টাকা পান সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

How to check the village-wise Pm Kisan beneficiary list in West Bengal?

এক এক করে ধাপে ধাপে আজকে দেখবো যে কিভাবে আপনি আপনার গ্রাম অনুযায়ী West bengal Pm Kisan beneficiary list এ নাম আছে কিনা কিভাবে চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক-

প্রথমেঃ আপনাকে PM KISAN এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Pm Kisan beneficiary list West Bengal
Pm Kisan official website homepage
  • তারপর আপনাকে নিচে ডান কোনায় “Beneficiary list” অপশনে ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে,
  • যেখানে আপনি দেখতে পাবেন State, District, Sub-District, Block, Village বেছে নিতে হবে।
  • তারপর আপনাকে Get report বাটানে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে নতুন একটা পেজ এসে হাজির হবে যেখানে আপনার গ্রামের লিস্ট পেয়ে যাবেন।
Pm Kisan beneficiary list »
Pm Kisan beneficiary list
  • যেখানে কৃষকের নাম, কৃষকের বাবার নাম, লিঙ্গ, ঠিকানা আসবে A,B,C,D alfabet অনুযায়ী, সেখান থেকে আপনার নাম খুজুন।

Pm Kisan beneficiary status check 2022 in Bengali

Pm kisan beneficiary status কিভাবে চেক করবেন, সেই বিষয়ে এখন আমরা আলোচনা করবো, চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে কোনো কৃষকের status চেক করবেন?

Pm Kisan beneficiary status check
Pm Kisan home page
  • তারপর ডান দিকে “Beneficiary Status” অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন।
  • ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে।
  • সেই পেজে আপনাকে আপনার ফোন নাম্বার অথবা আপনার PM KISAN রেজিস্ট্রেশান নাম্বার দিতে হবে।
  • এবং তার পর নিচের বাক্সে Capcha Code বসাতে হবে।
  • এবং তারপর আপনাকে Get data বাটান এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনার সামনে আপনার Pm Kisan beneficiary status চলে আসবে।

সংক্ষেপে Pm Kisan scheme সমন্ধে জেনে নিন।

Scheme nameকৃষক সন্মান নিধি।
Scheme Launch date2019 সালে 24 February
Scheme launched by ভারত সরকার।
এই প্রকল্পের সুবিধাভোগী কারা.কৃষকেরা
আবেদনের এর পদ্ধতি কি?অনলাইনে আবেদন করতে হবে।
এক বছরের কত টাকা পাবে কৃষক?6000 টাকা পাবে 3 টি কিস্তিতে।
Official websiteClick here
টোল ফ্রি নম্বর18001155266
Pm Kisan scheme table

কারা PM KISAN YOJANA এর জন্য যোগ্য?(Who are eligible?

Pm kisan Yojona বা Kisan Sanman Nidhi প্রকল্প নামেও পরিচিত, এই প্রকল্প প্রধান মন্ত্রি নরেন্দ্র মোদী নিয়ে এসছেন,

প্রধান মন্ত্রি নরেন্দ্র মোদীর Pm Kisan প্রকল্প অনুযায়ী ১২ কোটি খুদ্র প্রাথমিক কৃষক রয়েছে, সেইসব কৃষক দের আর্থিক সহয়তা করাই হল এই প্রকল্পের মুল লক্ষ।

Pm kisan প্রকল্পের আবেদন করার যোগ্যতা

  • এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতবর্ষের বাসিন্দা হতে হবে।
  • আপনার জমির পরিমান অবশ্যই ২ একর এর কম হতে হবে, না হলে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
  • এবং আপনার জমির রেকর্ড সরকারের কাছে অবশ্যই থাকতে হবে।
Click below

আরও পড়ুনঃ

WB Gov Ration card form pdf download Click here

WB Gov Gatidhara scheme সমন্ধে জানুন Click here

Pm kisan প্রকল্পের সুবিধা কি কি?

উপরে দেওয়া নিয়ম ফলো করলে আপনারা খুবই সহজে West Bengal Pm Kisan beneficiary list পেয়ে যাবেন যেকোনো গ্রামের জন্য।

আপনার ১২তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে PM Kisan samman nidhi eKYC করা বাধ্যতামূলক।

Frequently Asked Questions

Pm Kisan beneficiary status

Ans: Pm Kisan beneficiary status চেক করার জন্য আপনাকে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

Pm Kisan beneficiary list West Bengal

Ans: Pm Kisan beneficiary list চেক করার জন্য আপনাকে pmkisan.gov.in ওয়েবসাইটে “beneficiary list” অপশনে ক্লিক করতে হবে।

Pm Kisan beneficiary status mobile number

Ans: Pm Kisan beneficiary status মোবাইল নাম্বার দিয়ে চেক করার জন্য আপনাকে pmkisan.gov.in ওয়েবসাইটে beneficiary status অপশনে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে Get data বাটানে ক্লিক করতে হবে।

Click below

No posts found.
Soubhik Mridha

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি সরকারি নানা ধরনের প্রকল্পের ফর্ম ফিলআপ করে থাকি এবং নানান তথ্য সম্পর্কে জানতে আগ্রহি। তাই এখানে আপনারা আমার নিজের অভিজ্ঞতা সম্পন্ন তথ্য পাবেন।

2 thoughts on “Pm Kisan beneficiary list West Bengal 2023, how to check?”

Leave a Comment