Pradhan Mantri Awas Yojana Gramin list west Bengal 2022-2023

5/5 - (1 vote)

সাধারন গরিব মানুষদের ঘর তৈরি করার জন্য আর্থিক সাহায্য করে কেন্দ্র সরকার, তাই আজ Pradhan Mantri Awas Yojana Gramin list west bengal কিভাবে দেখবেন জেনে নেওয়া যাক।

Pradhan Mantri Awas Yojana Gramin list এবং তার একাউন্টে এক লাখ 40 হাজার টাকা তিন কিস্তিতে যারা আবেদনকারী এবং যারা আবেদনযোগ্য তাদেরকে দেয়া হয় 1 লাখ 40 হাজার টাকা কিস্তিতে।

অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইট ইতোমধ্যেই কিন্তু নতুন তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2022 এবং 2030 সালের মধ্যে অর্থাৎ একেবারে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে যে লিস্টে আপনার নাম থাকতে পারে অর্থাৎ আপনি যদি সরকারি ঘর পাওয়ার জন্য অঞ্চলে বা BDO OFFICE এ আবেদন করে থাকেন তাহলে এই পোস্টটি মন দিয়ে পড়ুন।

Steps to check Pradhan Mantri Awas Yojana Gramin list West Bengal list 2022 – 22

সরকার থেকে ঘর দেওয়া হবে ঘরের টাকা দেয়া হবে তার জন্য সেই লিস্টে আপনার নামটা উঠেছে কি না আপনি চেক করতে পারবেন, আমি step-by-step দেখিয়ে দেবো মন দিয়ে দেখবেন এই মুহূর্তে

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফিসের ওয়েবসাইট এখানে এবাউট সেকশনে গেলে আপনারা কিন্তু এবাউট পেয়ে যাবেন এই প্রকল্প সম্পর্কে সমস্ত কিছুই কিন্তু আপনার জানতে পারবেন।

  • এবং এর ঠিক ডান পাশে রয়েছে “Awaassoft” এই “Awaassoft” অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখুন এখানে কিন্তু রিপোর্ট অপশন রয়েছে।
  • Report(রিপোর্টে) ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রচুর অপশন চলে আসবে এবং এতো অপশন দেখে আপনার হয়তো এখানে এই পেজটা দেখে একটু চিন্তিত হয়ে যাবেন। যে এখানে কোন অপশনে ক্লিক করবে
  • এবার একটু নিচের দিকে যাবেন সেখানে দেখতে পাবেন E. SECC Reports নামে একটা অপশন।
  • এবং তার প্রথমে Category-wise SECC data summary নামে একটা অপশন রয়েছে, আপনারা যারা এখানে একবার ক্লিক করবেন।
  • এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এরকমভাবে একটা পেজ ওপেন হবে আপনার সামনে দেখতে পাচ্ছেন
  • সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের নাম রয়েছে এবং এখানে ওয়েস্টবেঙ্গল 26 নাম্বারে রয়েছে।
  • সেখানে দেখতে পাবেন কত মানুষ এই সুবিধা পাচ্ছে ওয়েস্টবেঙ্গল থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য।
  • এবং এই পেজের বা সাইটে দেখুন এখানে সিলেকশন ফিল্টার রয়েছে এখান থেকে ওয়েস্টবেঙ্গল পেয়ে যাবেন ওয়েস্টবেঙ্গল এ ক্লিক করবেন একটু ওয়েট করবেন। 
  • এখানে বিভিন্ন ব্লকের নাম চলে আসবে আপনার ব্লগ দেবেন এবং নিচে দেখুন এখানে অবশ্যই কিন্তু একটা অংক দেওয়া আছে সেখানে যোগ, বিয়োগ, গুন,ভাগ, যেকোনো থাকতে পারে যেটা হবে অংকটা অংকের রেজাল্ট এখানে জাস্ট আপনি দেবেন তো বসিয়ে দেবেন।
  • এবার আপনার “Submit” এই অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত এলাকা চলে এসেছে।

এবার কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো করে ঘর এসেছে কতগুলো বাদ গেছে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই তার নতুন তালিকা কিন্তু পেয়ে যাবেন এবং এই তালিকা টা আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং আপনারা দেখতে পারবেন যে st.sc.obc বিভিন্ন কতগুলো করে নাম উঠেছে নতুন লিস্ট এবং আপনারা এই লিস্ট নিয়ে গিয়ে আপনারা নিজেরা ডাউনলোড করে রেখে দিতে পারেন।

এবং আপনারা চাইলে আপনাদের বিডিও অফিস ব্লক অফিস আপনারা আপনাদের যে গ্রামীণ অঞ্চল অফিস করবেন এবং সেখান থেকে নামের তালিকা টাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যে যে প্রার্থী আবেদন করেছেন প্রার্থীর নাম রয়েছে প্রচুর প্রার্থীর নাম কিন্তু উঠেছে আবার অনেকের নাম কাটাও গেছে। তাই আপনারা অবশ্যই কিন্তু ফাইনাল লিস্ট টা অবশ্যই দেখে নেবেন।

Click below

আরও জানুনঃ

Matirkatha net Benefits, Online License Application Click here

Pm Kisan beneficiary list West Bengal how to check? Click here

Pradhan Mantri Awas Yojana Gramin list App Download

Pradhan mantri awas yojana list এর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপও launch করা হয়েছে। আপনি এই অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে আপনার যে বাড়ি নিরমান হচ্ছে সেই বাড়ির ছবি আপলোড করতে পারবেন এখানে।

তাহলে আসুন জেনে নি Awas App কি? এবং কিভাবে ডাউনলোড করবেন?

What is Awaas App?

Pradhan Mantri Gramin Awas yojana list দেখার জন্য Mobile App এই App হলো Android App যা যেকোনো PMAYG আবেদনকারী আর্থিক সাহায্য এর পরবর্তী কিস্তি পাওয়ার জন্য নির্মাণাধীন বাড়ির রিপোর্ট করতে ব্যবহার করতে পারেন।

PMAYG বা অন্যান্য গ্রামীণ আবাসন প্রকল্পের মদ্ধে নির্মিত বাড়িগুলির দেখার জন্য PMAYG Hause Inspector Awas App টি ব্যবহার করতে পারেন।

Pradhan Mantri Awas Yojana Gramin App টি ডাউনলোড করে খুলবেন এবং মোবাইল নম্বর দেবেন তারপর মোবাইল নাম্বারে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা (OTP) সেটি দিলে তারপর Appটি খুলে যাবে।

যা AwasSoft-এ নিবন্ধিত। আপনি এখানে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে পারেন।

Click below

Know about PMAYG Summary

Scheme namePMAYG Scheme
Scheme launched date000
purpose of the schemeGive home to help poor people
Amount of money120000
eligible districtAll district
official websitepmayg.nic.in
PMAYG Number1800-11-6446
Pradhan Mantri Awas Yojana Gramin Table
Click below
No posts found.
Chanchal Halder

আমার নাম চঞ্চল হালদার, আমার নতুনতথ্য প্রযুক্তি এর আপডেট রাখতে পছন্দ করি, এবং আমি একজন লেখক, এই ওয়েবসাইটের সঙ্গে বিগত ১ বছর ধরে যুক্ত আছি, এবং আমাদের লক্ষ সরকারি খবরগুলি বাংলা ভাষাতে আপনাদের সামনে সঠিক সময়ে পউছে দেওয়া।

Leave a Comment