Ration card form pdf download (2023) west bengal

Rate this post

বর্তমানে পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা কাজে আমাদের একজন ডিজিটাল রেশন কার্ড গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় অধিকাংশ মানুষের রেশন কার্ডে রয়েছে নানান সমস্যা, তাই আজ আমি রেশন কার্ডের সব ধরণের সমস্যা খুলে বলবো এবং Ration card form pdf কিভাবে download করবেন ও  সব ধরনের সমাধান দেবার চেষ্টা করবো আপনকে ঠিক কি কি করতে হবে?

তাহলে আসুন এবার ধাপে ধাপে আমরা বিস্তারিত আলোচনা করি Ration card form গুলির ব্যাপারে।

ration-card-form

Table of Contents

Ration Card Form Pdf কত ধরনের ?

বর্তমানে পশ্চিমবঙ্গে রেশন কার্ডের কত ধরণের ফর্ম আছে সেই বিষয়ে জেনে নেই আমরা।

  • Form 3
  • Form no 4
  • Form no 5
  • Form no 6
  • Form no 7
  • Form no 8
  • Form no 9
  • Form no 10
  • Form no 13
  • Form no 14
  • Form no 15 {New}

ক্লিক করুন এখানে রেশন কার্ডের সমস্ত ফর্ম ডাউনলোড করতে>>>

ফর্ম কত ধরনের সেইগুলো জানলাম এবার আমরা ভাগে ভাগে জানবো প্রত্যেকটি ফর্ম এর কখন কিভাবে ব্যবহার এবং অনলাইন নাকি অফলাইন ? কিভাবে করলে সুবিধা হবে সব জানবো।

Ration Card form 3 কখন এবং কেনো লাগবে?

পরিবারের যদি কোনো সদস্যেরই ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিবারকে Ration card form 3 pdf download করে পূরণ করে জমা দিতে হবে আপনার কাছের ভিডিও অথবা মিউনিসিপালিটিতে অথবা যদি জমা না নেয় তখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন জমা দেবেন।

Ration Card form 4 কখন এবং কেনো ব্যবহার করবো?

কোনো ক্ষেত্রে যদি পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না হয়, বা নতুন সদস্যের/বাচ্চার ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে তার জন্য তখন তাকে Ration কার্ড  এর এই ফর্মটি  পূরণ করে জমা দিতে হবে।

Ration Card form 5 কখন এবং কেনো ব্যবহার করবো ?

আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি ডিজিটাল রেশন কার্ডের নাম, বাবার নাম ইত্যাদি ভুল থাকে তাহলে তা সংশোধন করবার জন্য ফর্ম নাম্বার 5 পূরণ করে জমা দিতে হবে।

Ration Card form 6 কখন এবং কেনো ব্যবহার করবো।

6 নাম্বার ফর্ম এর দরকার তখনই পড়ে, যখন আপনার ডিজিটাল রেশন কার্ড যখন আপনার কাছের রেশন ডিলার এর থেকে দূরে অন্য কোনো ডিলার এর ঘরে চলে যায়।

বা যদি আপনি ডিলার পরিবর্তন করতে চান আপনার পরিবারের সব সদস্যদের।

  • লক্ষির ভাণ্ডার প্রকল্প সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন
  • স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন
  • বাংলার ভূমি দাগের তথ্য সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন

Ration Card form 7 কখন এবং কেনো ব্যবহার করবো।

যখন আপনার পরিবারের বা কোনো পরিবারের কোনো ব্যক্তি মারা যায়, সেই মৃত ব্যাক্তির রেশন কার্ডটি সারেন্ডার করবার জন্য 7 নাম্বার ফর্মটি পূরণ করে জমা দিতে হয়।

স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইনে চেক করতে এই লিংকে ক্লিক করুন>>>

Ration Card form 8 কখন এবং কেনো ব্যবহার করবো?

যদি কখনো গ্রামঅঞ্চলে বা শহর অঞ্চলে আপনার পরিবারের Rsky- ll ক্যাটাগরিতে কার্ড থাকে, তাহলে আপনি আপনার কার্ডটি Rsky- l  ক্যাটাগরিতে আসতে চান তাহলে আপনাকে 8 নাম্বার ফর্মটি ফিলআপ করতে হবে।

গ্রামঅঞ্চলে ও শহর অঞ্চলের জন্য দুটি ফর্ম আলাদা আলাদা পাওয়া যায়।

Ration Card form 9 কখন এবং কেনো ব্যবহার করবো?

আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড যদি কখনো কোনো কারণে হারিয়ে যায়, ভেঙে, যায় বা কোনো নষ্ট হয়ে যায় তাহলে তখন সেই ব্যক্তি বা পরিবারকে 9 নাম্বার ফরমটি পূরণ করে জমা দিয়ে হয়।

Ration Card form 10 কখন লাগে?

যদি আপনি আপনার রেশন কার্ড শুধুমাত্র identy কার্ড হিসাবে চান তাহলে আপনাকে 10 নাম্বার ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।

Ration Card form 13 কখন লাগে?

13 নাম্বার ফর্ম এর দরকার তখনই পড়ে, যখন কোনো পরিবারের একটা অংশ বা কিছু কার্ড এর  ডিলার পরিবর্তন করতে চান।

কখন 14 নাম্বার ফর্ম এর প্রয়োজন পড়ে?

এই ফর্মটি বিবাহের পর নতুন পরিবারে কার্ড ট্র্যান্সফার করতে এই ফর্মটি পূরণ করতে হয়।

এবার আসুন আলোচনা করি কিভাবে আমরা রেশন কার্ডের ফর্মগুলি ডাউনলোড করতে পারবো ??

  • প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল অয়েবসাইট এ যাবেন  তারপর,
  • food.wb.gov.in
  • এবং আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে নীচের ছবির মত
  • তারপর বাম সাইডে Ration Card নামে একটা অপশন পাবেন তার উপর ক্লিক করলে আপনার সামনে আর একটা মেনু খুলে যাবে
ration-card-form
  • যেখান থেকে আপনাকে apply offline অপশন এর উপর ক্লিক করবেন।
  •  তারপর আপনার সামনে নীচের ছবির মত একটা পেজ আসবে যেখানে আপনি রেশন কার্ডের সব ফর্ম pdf ফাইল পেয়ে যাবেন।
ration-card-form-pdf-list

How to Online ration card application ?

  • Ration Card Online application করার জন্য আপনাকে প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • food.wb.gov.in
  • তারপর আপনাকে বাম দিকে Ration Card অপশন এর উপর ক্লিক করতে হবে।
  • তারপর আপনার সামনে Apply online অপশন আসবে।
  • এবং তারপর আপনার সামনে ফর্ম এর লিস্ট চলে আসবে আপনার প্রয়োজন অনুজায়ি ফর্ম নাম্বার বাছুন
  • তারপর আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে।
  • তারপর আপনার রেশন কার্ডের সাথে লিংক আছে যে ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারই দেবেন (এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় না হলে আপনি আপনার রেশন কার্ডের Online application করতে পারবেন না)  (3 নাম্বার ফর্মটির ক্ষেত্রে আলাদা শুধুমাত্র)
  • ফোন নাম্বার দেউয়ার পর আপনার রেজিস্টার করা ফোন নাম্বার এ একটা OTP আসবে এবং আপনাকে ওয়েবসাইটে সেটি দিতে হবে।
  • যদি আপনার ফোন নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে  আপনার সামনে একটা পেজ আসবে যেখানে আপনার পরিবারের সবার নাম থাকবে এবং আপনি আপনার প্রয়োজন মত ফর্মটি পছন্দ করে পুরন করতে পারবেন ধাপে ধাপে,
  • এরপর আপনার কাছে ফর্ম অনুজায়ি কিছু প্রয়জনিও তথ্য চাইবে
  • ও আপনার কাছে তথ্য হার্ড কপি হিসাবে কিছু প্রমান আপলোড করতে হতে পারে।
  • সেটা এক একটি ফর্ম এর জন্য ভিন্ন হতে পারে,
  • যেমন কারেকশন এর ক্ষেত্রে যে কাগজে আপনার সঠিক তথ্য আছে সেটা আপলোড করতে হবে।
  • বিবাহের পর আপনাকে বিবাহের কোন এক্তা প্রমানপত্র আপলোড করতে হতে পারে।
ration-card-form

West bengal ration card online apply করতে গেলে কি কি সমস্যার সম্মুখিন আপনি হতে পারেন ??? 

  • প্রথমত আপনার ফোন নাম্বার ডিজিটাল রেশন কারদের সঙ্গে লিঙ্ক না থাকলে আপনি ৩ নাম্বার ফর্ম বাদে কোনো ফর্ম অনলাইনে আবেদন করতে পারবেন না।
  • এবং যদি আপনি বিডিও বা রেশন ডিলার এর কাছ থেকে ফোন নাম্বার আপডেট ও করিয়ে নেন তাহলে ও সঙ্গে সঙ্গে আপডেট হবে না,কম করে ২০ দিন থেকে ১ মাস লাগছে আপদেট হতে।
  • আর যদি আপডেট হয়ে ও জায় তাহলে আপনি জখন অনলাইনে ফর্ম এর আবেদন করতে গেলে কিছু কিছু সময় কিছু কিছু ফর্ম এর ক্ষেত্রে  কিছু Error বা কিছু সমস্যা দেখতে পাবেন।

কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন রেশন কার্ডের সঙ্গে বাড়িতে বসে নিজে নিজে | এবং কি কি প্রয়োজন ??

  • প্রথমে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার চালু একটা ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে
  • তারপর আপনাকে Ration card  এর নীচে দেউয়া এই লিংকে যাবেন।
  • E-kyc করার জন্য এই লিংকে ধুকুন।
  • অথবা food.wb.gov.in
  • তারপর আপনার ডান সাইড এর উপরের দিকে Link aadhar card with RC নামে একটা অপশন পাবেন যেখানে যেতে হবে।
  • তারপর আপনার রেশন কার্ড নাম্বার আর আপনার রেশন কার্ড এর Category বাছুন তারপর SEARCH বাটান এ ক্লিক করুন।
  • যদি আপনার আধার নাম্বার বা ফোন নাম্বার দুটিই লিঙ্ক থাকে তাহলে দুটিই দেখাবে। না থাকলে দেখাবেনা।
  • তারপর যদি আধার নাম্বার আপডেট দেখায় তাহলে আধার কার্ডের সঙ্গে registar করা নাম্বারে আপনি OTP পাঠাবেন।
  • তারপর আপনার আধার কার্ডের সব তথ্য দেখাবে এবং OK করার পর আপনার সামনে আর একটা স্ক্রিন আসবে জেখাবে আপনি যে নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে জুক্ত করাতে চান সেই নাম্বারটি চাইবে।
  • তারপর আপনার সেই নাম্বারটি দেবার পর আপনার সেই নাম্বারে একটা OTP আসবে এবং সেটি দেবার পর আপনাকে দেখাবভে Mobile number linked successfully.
  • ব্যাস কাজ শেষ।

বিঃদ্রঃ যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা আপনার ডিলার অথবা আপনার বিডিওটে যোগাযোগ করুন।

আপনি নীচে দেউয়া লিংক থেকেও রেশন কার্ডের সব ফর্ম ডাউনলোড করতে পারেন   

ক্লিক করুন এখানে রেশন কার্ডের সমস্ত ফর্ম ডাউনলোড করতে>>>

 

Soubhik Mridha

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি সরকারি নানা ধরনের প্রকল্পের ফর্ম ফিলআপ করে থাকি এবং নানান তথ্য সম্পর্কে জানতে আগ্রহি। তাই এখানে আপনারা আমার নিজের অভিজ্ঞতা সম্পন্ন তথ্য পাবেন।