Ration card transfer online WB, Documents & how to apply?

5/5 - (2 votes)

আপনি যদি বিয়ের পর আপনার Ration card transfer করে নতুন পরিবারে পরিবারে নিয়ে যেতে চান তাহলে, পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে আবেদন করার পদ্ধতি নিয়ে এসেছে।

আজ এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনার বিয়ের পর নতুন পরিবারে Ration card transfer করে নিয়ে যাবো, বা আপনি যদি স্বামি হয়ে থাকেন তাহলে কিভাবে আপানার স্ত্রির Ration card transfer করে আপনার বাড়ির নতুন ঠিকানায় আনবেন এবং কিভাবে ধাপে ধাপে অনলাইনে আবেদন করবো? কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে? এবং অনাইনে আবেদন করতে কি কি সমস্যার সম্মুখিন হতে পারেন। সেই সব বিষয়ে সোজা বাংলা ভাষায় আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক।

How to Ration card transfer online in West Bengal?

কিভাবে আপনি আপনার স্ত্রি এর রেশন কার্ড online transfer করে নিয়ে আসবেন আপনার নতুন ঠিকানায়? সেই বিষয়ে নিচে আলোচনা করা হইলো।👇

Ration card online transfer করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in থেকে 14 নাম্বার ফর্মটি আবেদন করতে হবে।

প্রথমেঃ আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Ration card transfer
Ration card official website image
  • তারপর আপনাকে বা দিকে রেশন কার্ড অপশনে ক্লিক করবেন।
  • এবার আপনার সামনে নতুন একটা পেজ খুলবে সেখান থেকে “Apply of an indivisual for shifting to a new family” এই অপশনে ক্লিক করবেন।
Ration card Apply of an indivisual for shifting to a new family »
  • তারপর সেখানে সেই মহিলার মানে, যার কার্ড ট্রান্সফার হবে তার পরিবারের রেশন কার্ডগুলির সঙ্গে সংযুক্ত করা বা রেজিস্টার করা নাম্বারটি দেবেন।
Ration card transfer registered mobile no »
  • তারপর Get Otp” অপশনে ক্লিক করবেন, এবং আপনার ফোনে আসা OTP টি দেবেন।

দিতিয়তঃ ফর্ম নাম্বার ১৪ পুরন

  • তারপর আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে.
  • যেখানে আপনি আপনার ফ্যামিলির সবার নাম দেখতে পারবেন এবং ৪ নাম্বার ফর্ম থেকে ১৫ নাম্বার ফর্ম দেখতে পাবেন।
Ration card transfer after login select 14 no form »
  • সেখান থেকে ১৪ নাম্বার ফর্মটি এর উপর ক্লিক করুন।
  • তারপর আপনার সামনে পরিবারের প্রত্যেকটি সদস্যার নাম আসবে,
  • এবং যে সদস্যার কার্ডটি ট্রান্সফার করবেন সেই কার্ডটি বেছে নিন বা সাইডে টিক দিয়ে।
  • তারপর নতুন যে পেজটি খুলবে সেই পেজটিতে আপনি যে পরিবারে ট্রান্সফার হয়ে যেতে চান, সেই পরিবারের হেড বাক্তির রেশন কার্ডের নাম্বার এবং Catagory বেছে নিবেন।
  • তারপর আপনি Search বাটানে ক্লিক করবেন।
  • অনেক সম্য সেই ফ্যামিলির আধার এর তথ্য সম্পূর্ণ থাকে না, না থাকলে সেই গুল সম্পূর্ণ করতে হবে, প্রমান হিসাবে আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে।
  • তারপর ঠিকানা এবং যোগাযোগ এর তথ্য সম্পূর্ণ করতে হবে।
  • এরপর “NEXT” অপশনে ক্লিক করবেন।

তৃতীয়তঃ জমা করার শেষ ধাপ

  • এরপর আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে
Ration card transfer final otp submit. »
  • যেখানে “I Certify” বক্সে ক্লিক করতে হবে।
  • তারপর OTP এর জন্য GET OTP অপশনে ক্লিক করতে হবে।
  • FINAL OTP দেওয়ার পর কাজ শেষ।
  • এবার আপনি দেখতে পাবেন “Successfully submitted” আপনার ফর্মটি জমা হয়ে গেছে।
  • এবার যে শেষ পেজটি আপনার সামনে থাকবে সেই পেজটির একটা ফটোকপি বের করে নিন।
Click below
নিচে দেখুন

আরও পড়ুনঃ Ration card form pdf download Click here

Where to submit the hardcopy of the form?

সর্ব শেষ আপনাকে Form-14 টি অফলাইনে পুরন করে তার সঙ্গে, যে পরিবারে জাবেন সেই পরিবারের হেড এর প্রমানপত্রের সঙ্গে, অনলাইনের ফটোকপি ও একসঙ্গে করে আপনার কাছের Block development office বা municipality তে জমা করবেন।

এতে আপনার কাজটি হয়ে যাবার সম্ভাবনা বেশি, আপনি শুধু অনলাইনে করে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে না হবার সম্ভাবনা বেশি।

>Ration card tranfer ofline form Click here to download

উপসংহার:

Online Ration card transfer এই সুবিধাটি পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই একটা ভালো সুবিধা, যার মাধ্যমে অনেকটা সময় বাঁচানো সম্ভব, কিন্তু এই সুবিধার লাভ এখনো অনেক মানুষই নিতে পারেনি কারন, এই বাবস্থার এখনো অনেক ত্রুটি রয়েছে-

  • এই ওয়েবসাইটের এখনো অনেক সংশোধনের প্রয়োজন আছে।
  • যারা রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করেনি তারা এই ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবে না।
  • এবং অনেক সময় রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা সত্তেও ফর্ম জমা করতে অসুবিধার সম্মুখিন হতে হয়।
  • এবং সব থেকে প্রাথমিত সমস্যা ফোন নাম্বার লিঙ্ক করার পরেও সাথে সাথে ফোন নাম্বার লিঙ্ক হয় না, কখনো কখনো দেখা গেছে ফোন নাম্বার লিঙ্ক হতে ১ মাস ও সময় লেগেছে, আবার কখনো কখনো তার বেশি সময় পরে চেক করে দেখা গেছে তবুও লিঙ্ক হয়নি। তাই সব মিলিয়ে বলা জায় এই ওয়েবসাইটে এখনো অনেক সংশোধনের প্রয়োজন রয়েছে।

Frequently Asked Questions

  1. Ration card transfer form west Bengal

    Ans: পশ্চিমবঙ্গে আপনার Ration card transfer করতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অথবা আপনার এলাকার BDO বা Municipality তে জমা করতে হবে।

  2. Ration card transfer form pdf

    Ans: Ration card transfer formn ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যান।

  3. Ration card transfer form online

    Ans: Ration card transfer online transfer করতে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যান।

  4. Ration card transfer form no

    Ans: Ration card transfer form no is Form-14

No posts found.
Soubhik Mridha

আমি সৌভিক মৃধা, আমি ২০২০ সালে আমার স্নাতক পাশ করি, তারপর বিগত কয়েক বছর ধরে ব্লগিং করছি এবং আমি সরকারি নানা ধরনের প্রকল্পের ফর্ম ফিলআপ করে থাকি এবং নানান তথ্য সম্পর্কে জানতে আগ্রহি। তাই এখানে আপনারা আমার নিজের অভিজ্ঞতা সম্পন্ন তথ্য পাবেন।

Leave a Comment