স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে আপনি নতুন স্বাস্থ্য সাথী কার্ড এর “URN NO” হয়েছে কিনা তা জানতে পারবেন।
এই প্রসঙ্গে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে বিস্তারিত জানবো, প্রথমে জানবো আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক কিভাবে করতে পারবেন? তারপর জানবো কিভাবে কার্ড এর নাম্বার দ্বারা যাচাই করবেন বা ভেরিফিকেসন করবেন? তাহলে আসুন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নি।
নতুন স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক কিভাবে করবেন অনলাইনে (2023)?
আপনি আপনার নতুন স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন? চলুন নিচে ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
প্রথমতঃ
- আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করতে প্রথমে স্বাস্থ্য সাথী কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে www.swasthyasathi.gov.in যাবেন এবং Find Your Name অপশন এ ক্লিক করবেন। যেভাবে নীচের ছবিতে দেওয়া আছে।
দ্বিতিয়ত
- আপনি আপনার ফোন নাম্বার দেবেন এবং Find Name For এর অপশন এ থেকে Others অথবা Yourself এর মদ্ধে যেকোনো একটি বেছে নেবেন।
- নীচের ছবিতে যেমন দেওয়া আছে।
তৃতীয়ত
- এবার আপনি আপনার State, District, Block অথবা Municipality এর নাম বেছে নেবেন আপনার নিজের।
- তারপর আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এর নাম বেছে নেবেন।
- তারপর আপনি আপনার গ্রাম এর নাম বেছে নেবেন লিস্ট থেকে।
- তারপর আপনি আপনার আধার কার্ড এর নাম্বার বা ডিজিটাল রেশন কার্ড এর নাম্বার দেবেন।
- তারপর আপনি Sabmit এর উপর ক্লিক করবেন।
- যদি আপনার স্বাথ্য সাথী আবেদন এর ফর্মটি অনলাইনে আপনার জমা জমা পড়ে থাকে তাহলে আপনি আপনার URN নম্বরটি নীচে দেখতে পাবেন এবং আপনার পরিবারের যে যে সদস্যের নাম জমা দিয়েছিলেন তাদের সবার নামগুলি দেখতে পাবেন।
- এবং আপনি আপনার URN নাম্বারতি নিয়ে আপনার বিডিও অফিস বা মিউনিসিপালিটি তে যোগাযোগ করবেন।
বিশেষ বিজ্ঞপ্তি : পরিবারের সবার একটিই URN নম্বর জেনারেট হবে। একটি URN নম্বরের সঙ্গেই আপনার পরিবারের সবাই যুক্ত থাকবে।
আর যদি এই সব তথ্য দেবার পর No data found লেখা দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফর্মটি অনলাইনে জমা পরেনি বা এন্ট্রি হয়নি।
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক কিভাবে করবেন, তা জানতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে সবটা বুজতে পারবেন।
- লক্ষির ভাণ্ডার প্রকল্প সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন
- স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন
- বাংলার ভূমি দাগের তথ্য সম্পর্কে জানতে এখনি এখানে ক্লিক করুন
কিভাবে আপনি আপনার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড এর URN নাম্বার সঠিক কিনা চেক করবেন?
পশ্চিমবঙ্গ সরকার এর স্বাস্থ্য সাথী প্রকল্পের সমস্ত তথ্য ও পশ্চিম বঙ্গের মানুষের সাহায্যের জন্য একটি ওয়েবসাইট পরিচালনা করে এবং এখানে পশ্চিমবঙ্গের জনসাধারণ তাদের URN নাম্বার অথবা স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক কিভাবে করবেন বা তার তথ্য কিভাবে জানবেন? সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
প্রথমত
- আপনি পশ্চিমবঙ্গ সরকার এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাবেন www.swasthyasathi.gov.in
- এবং Card verification অপশন এ ক্লিক করবেন নীচের দেওয়া ছবির মত।
দ্বিতিয়ত
- আপনি প্রথমে আপনার State বেছে নেবেন।
- তারপর আপনি আপনার নিজের District বেছে নেবেন।
- তারপর আপনি আপনার URN নাম্বার লিখবেন।
- এবং তারপর আপনি Submit অপশন এ ক্লিক করবেন।
- তারপর আপনি পরবর্তী স্ক্রিনে আপনার কার্ড এর সমস্ত তথ্য দেখতে পারবেন।
👉স্বাস্থ্য সাথী কার্ড এর সমস্ত ফর্ম ডাউনলোড করতে এখনে ক্লিক করুন
👉যদি আপনারা কেও বাংলার সুন্দর সুন্দর সুপ্রভাত শুভেচ্ছা মেসেজ পড়তে ইচ্ছুক থাকেন তাহলে এখানে ক্লিক করুন।
🌈আরও পড়ুন: দোল পূর্ণিমা 2022 এর তারিখ,ছবি
স্বাস্থ্য সাথী কার্ড এর উপর কি কি তথ্য থাকে এবং কার্ড এর নমুনা নীচে দেওয়া রইল।
- প্রকল্পের নাম
- ছবি
- পরিবারের প্রধান এর নাম বাংলা এবং ইংলিশ এ (বেশীরভাগ ক্ষেত্রে মহিলাদের নাম দেওয়া থাকে)
- লিঙ্গ
- জন্মের সাল
- ইসু এর তারিখ বা তৈরির তারিখ
- এবং URN নাম্বার নীচে।
নীচে একটি নমুনা দেউয়া রইল স্বাস্থ্য সাথী কার্ড এর।
কিভাবে আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় কোন কোন হসপিটাল আছে চেক করবেন?
- প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন
- তারপর আপনি উপরের মেনু থেকে হসপিটাল Information এ যাবেন।
- তারপর আপনি Active Hospital list ওপশন এ ক্লীক করবেন।
- তারপর আপনি আপনার State বাছুন।
- তারপর আপনি আপনার District বাছুন।
- তারপর আপনি আপনার হসপিটাল টাইপ বাছুন প্রাইভেত/সরকারি
- তারপর হসপিটাল গ্রেড ও বাছতে পারেন।
- এর পর আপনি Submit এ ক্লিক করুন,
- এবং নীচে আপনি Active Hospital গুলির লিস্ট দেখতে পারবেন।
- এবং অবশেষে একটি অপশন দেখতে পাবেন Search by hospital code বা Name, এই অপশনটির সাহায্য ও নিতে পারেন আপনি।
উপসংহারঃ
বিগত দিনে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আপনাকে ফ্রম হাতে লিখে পুরন করে তারপর BDO অফিসে জমা দিতে হতো, কিন্তু এখন সেই প্রসেস অনলাইনে করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, যাতে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে From-B পুরন করে তারপর সেতা BDO অফিসে জমা করতে পারবেন।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর (FAQ)
Q:স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর?
Ans: ট্রোল ফ্রি হেল্প লাইন নাম্বার এ যোগাযোগ করতে পারেন : 18003455384
Q:স্বাস্থ্য সাথী কার্ড নাম সংশোধন ?
Ans: স্বাস্থ্যা সাথী কার্ড এর নাম সংশোধন করতে আপনি ফর্ম C পুরন করে আপনার বিডিও বা পঞ্ছায়েত বা মিউনিসিপালিটি তে জমা দিন অথবা দুয়ারে সরকার ক্যাম্প এ ও জমা দিতে পারেন।
Q: স্বাস্থ্য সাথী হেল্পলাইন নম্বর?
Ans: ট্রোল ফ্রি হেল্প লাইন নাম্বার এ যোগাযোগ করতে পারেন : 18003455384
Q:স্বাস্থ্য সাথী কার্ড নাম সংশোধন ?
Ans: স্বাস্থ্যা সাথী কার্ড এর নাম সংশোধন করতে আপনি ফর্ম C পুরন করে আপনার বিডিও বা পঞ্ছায়েত বা মিউনিসিপালিটি তে জমা দিন অথবা দুয়ারে সরকার ক্যাম্প এ ও জমা দিতে পারেন।
Q: কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড থেকে কারো নাম বের করবেন ?
Ans: আপনার পরিবারে কারো কারো নাম স্বাস্থ্য সাথী কার্ড থেকে বাদ দিতে বা বের করতে চাইলে ফর্ম D পূরণ করে জমা দিতে হবে।
Q: স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম তোলার পদ্ধতি?
Ans: পরিবারের কোনো ব্যাক্তির নাম স্বাস্থ্য সাথী কার্ডে তুলতে চাইলে আপনাকে ফর্ম B পূরণ করে জমা দিতে হবে।
Q: স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি
Ans: এই পোস্টে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবির নমুনা দেওয়া আছে।
Q: দুয়ারে সরকার স্বাস্থ্য সাথী কার্ড?
Ans: হা আপনি আপনার অঞ্চলে দুয়ারে সরকারে ও স্বাস্থ্য সাথী এর সব ধরনের ফর্ম জমা দিতে পারেন।
Q: স্বাস্থ্য সাথী কার্ড এপ্লাই অনলাইন ?
Ans: না আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাকে আপনার বিডিও অফিস দুয়ারে সরকার এর ক্যাম্প এ জমা দিতে হবে।
Q: স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন ২০২২
স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করতে আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাম এর অফিসিয়াল ওয়েবসাইটে www.swasthyasathi.gov.in যেতে হবে।
👉যদি আপনারা কেও বাংলার সুন্দর সুন্দর মেসেজ পড়তে ইচ্ছুক থাকেন তাহলে এখানে ক্লিক করুন।
স্বাস্থ্য সাথী প্রকল্পের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা Swasthyasathi.gov.in ওয়েবসাইটএ ভিসিট করতে পারেন
★অথবা আপনি নিচের দেওয়া ভিডিও দেখতে পারেন বিশদে বুঝতে★
10 thoughts on “স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2023 | Swasthya Sathi Card check”